umorfaruksupto
শোনো সিন্গ্ধ সকালের লাল কৃষ্ণচুড়া,
শোনো এলোকেশী নন্দিনী-
মায়াময়ী ছন্দিনী ।
আবার এসো মেঘের ভেলায় ফিনিক্স পাখির নীড়ে,
নাহয় এসো শরৎ শিশিরে উষয়ীর চুম্বনে !
এসো বৈশাখ হয়ে নতুন ভোরের প্রদীপে ,
এসো পান্তা কিংবা সিঁদলে বাঙালি হয়ে।
এসো সাঝঁবাতি হয়ে চির মঙ্গলের -
তাড়নায়।
এসো দক্ষিণা বাতাস হয়ে দিগন্তের সব -
প্রশান্তি নিয়ে।
এসো কাজ্জল মেঘময় বৃষ্টির ক্যানভাস হয়ে ,
এসো ডানা নুইয়ে পড়া সূর্যমুখীকে মুক্ত করতে।
এসো চিত্ততোশিনী সন্ধ্যা কিংবা স্নিগ্ধ চাঁদ হয়ে।
এসো শিরিন এবাদি হয়ে ,নাহয় মাদার তেরেসা ,
এসে জাগ্রত করো সপ্তসুরের ধ্বনি,
আপত্য স্নেহে উড়িয়ে দাও মানবতার ফানুস ।
এসো জোয়ান অফ অর্ক হয়ে ,
দুঃসাহসের বিদ্যুৎ গতিতে মুক্ত করো এই নীহারিকা, পাপে বিক্ষুব্ধ তরঙ্গ।
এসো কল্পনা চাকমা হয়ে,
ভেঙে দাও ওদের রক্তগ্রাসী লাল হাত,
আবার তুমি পাহাড়ের কবিতা লিখো।
এসো প্রীতিলতা হয়ে,
আবার বিদ্রোহ করো, মুক্ত করো স্বাধীনতাকে।
এসো আফ্রোদিতি হয়ে
পূর্ণ করো প্রেমে এই পৃথী ,পূর্ণ করো ইন্দ্রজালিক তন্ময়তা।
আবার এসো তুমি,
মানবতার বিজয় ধজ্জা নিয়ে,
হয়তো এসো মাদার মেরি হয়ে, নাহয়
হজরত আয়েশা।
Rai
7 days ago
Khub e sundor